২০০০ (MM) গ্রেগরীয় বর্ষপঞ্জীর একটি অধি-বর্ষ যা শনিবার দিয়ে শুরু হয়েছে। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুযায়ী, এটি আন্ন দমিনাই এর ২০০০তম বছর; ২য় সহস্রাব্দের সর্বশেষ বছর এবং ২১শ শতক; এবং দুই হাজার দশক-এর ১ম বছর।
এই নিবন্ধটি ২০০০ সাল সম্পর্কিত।
২০০০ সালকে ঘোষণা করা হয়-
- আন্তর্জাতিক শান্তির সংস্কৃতি বর্ষ[1]
- বিশ্ব গণিত বর্ষ[2]
. . . ২০০০ . . .
- ১১ অক্টোবর : লন্ডনে প্রথমবারের মত একটি মুসলিম মাধ্যমিক স্কুলকে সরকারি হিসাবে অনুমোদন দেয়া হয়।
- ২ ডিসেম্বর জন্ম নাঈম হাসান বাংলাদেশী ক্রিকেটার।
- ১ এপ্রিল – একেএম আবদুর রউফ, বাংলাদেশী চিত্রশিল্পী এবং বাংলাদেশের প্রথম সংবিধানের হস্তলেখক। (জ. ১৯৩৫)
- ১ জুলাই – ওয়াল্টার ম্যাথাউ, মার্কিন অভিনেতা ও কৌতুকাভিনেতা। (জ. ১৯২০)
- ১২ আগস্ট – লরেট্টা ইয়াং, মার্কিন অভিনেত্রী। (জ. ১৯১৩)
. . . ২০০০ . . .
This article is issued from web site Wikipedia. The original article may be a bit shortened or modified. Some links may have been modified. The text is licensed under “Creative Commons – Attribution – Sharealike” [1] and some of the text can also be licensed under the terms of the “GNU Free Documentation License” [2]. Additional terms may apply for the media files. By using this site, you agree to our Legal pages . Web links: [1] [2]